ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

সরকারি কর্মীদের ভুলে ‘অন্তঃসত্ত্বা’ ৪০ অবিবাহিতা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ১৪ নভেম্বর ২০২৪  
সরকারি কর্মীদের ভুলে ‘অন্তঃসত্ত্বা’ ৪০ অবিবাহিতা

ভারতের উত্তরপ্রদেশে একই গ্রামের ৪০ জন অবিবাহিতা ‘অন্তঃসত্ত্বা’ হয়েছেন। অবিশ্বাস্য লাগলেও এমনই ঘটনা ঘটেছে বারানসির মহলিয়া গ্রামে। মা হওয়ার আগাম শুভেচ্ছাবার্তাও পাঠানো হয়েছে তাদের। শুধু তা-ই নয়, এক জন অন্তঃসত্ত্বা হিসাবে কোন কোন সরকারি সুবিধা পাবেন, সেই বার্তাও মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় রাজ্যের শিশুবিকাশ দপ্তরের পক্ষে।

একের পর এক তরুণী ‘মা’ হওয়ার আগাম শুভেচ্ছাবার্তা পেতে শুরু করায় হুলস্থুল পড়ে যায় গ্রামে। মোবাইলে সরকারি বার্তা পাওয়ার পরই ওই গ্রামের অবিবাহিত তরুণীরা হতবাক হয়ে যান। তাদের যে বার্তা পাঠানো হয়েছে সেখানে লেখা, ‘পোষণ ট্র্যাকারে আপনাদের নাম নথিভুক্ত হয়েছে। অন্তঃসত্ত্বাদের জন্য সব রকম সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে। বিস্তারিত জানতে ১৪৪০৮ নম্বরে যোগাযোগ করতে পারেন।’ এই বার্তা পাওয়ার পরই বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানান তরুণীরা।

বারানসির মুখ্য উন্নয়ন কর্মকর্তা হিমাংশু নাগপাল (সিডিও) জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

আরো পড়ুন:

তবে প্রাথমিকভাবে জানা গেছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভুলে এই ঘটনা ঘটেছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের শোকজ় নোটিস পাঠানো হয়েছে। 

পঞ্চায়েত প্রধান অমিত পটেল জানিয়েছেন, মুখ্য উন্নয়ন কর্মকর্তাকে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভুলেই এই ঘটনা ঘটেছে। তবে এটি ভুলের কারণেই ঘটেছে, না কি নেপথ্যে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়