ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

ম্যাট গেটজকে মনোনয়ন দেওয়ায় ট্রাম্পের দলের মধ্যেই ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ১৪ নভেম্বর ২০২৪  
ম্যাট গেটজকে মনোনয়ন দেওয়ায় ট্রাম্পের দলের মধ্যেই ক্ষোভ

অ্যাটর্নি জেনারেল হিসেবে উগ্র ডানপন্থি রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজকে মনোনীত করায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের দলের ভেতরেই সমালোচনা শুরু হয়েছে।

ট্রাম্প বুধবার গেটজকে বিচার বিভাগে দেশের প্রধান আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসাবে বেছে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্ত গর্ভপাত, নাগরিক অধিকার এবং প্রথম সংশোধনী মামলাসহ সমালোচনামূলক বিষয়ে ট্রাম্প প্রশাসনের আইনি অবস্থানকে নির্দেশ করছে। মজার ব্যাপার হচ্ছে, গেটজের কখনো বিচার বিভাগে কাজ করা বা কৌঁসুলি হিসাবে কাজ করার অভিজ্ঞতা নেই। তাছাড়া, তার বিরুদ্ধে যৌনকর্মী পাচারের অভিযোগে বিচার বিভাগ তদন্ত করেছিল। তবে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়নি। গেটজ যৌন অসদাচরণ, অবৈধ মাদক ব্যবহার সহ বেশ কয়েকটি অভিযোগের জন্য হাউস এথিক্স কমিটির তদন্তের মুখোমুখিও হয়েছিলেন।

আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মুরকোস্কি এনবিসি নিউজকে বলেছেন, ‘আমি মনে করি না এটি অ্যাটর্নি জেনারেল পদের জন্য একটি গুরুত্বপূর্ণ মনোনয়ন। আমাদের একজন গুরুত্বপূর্ণ অ্যাটর্নি জেনারেল থাকা দরকার। এবং আমি গুরুত্বপূর্ণ কাউকে বিবেচনা করার সুযোগের অপেক্ষায় আছি। এটি আমার বিঙ্গো কার্ডে ছিল না।’

ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্বপালনকারী জন বোল্টন বলেছেন, সিনেটে মনোনয়ন বিবেচনা করার আগে এফবিআইকে তুলসি গ্যাবার্ড এবং ম্যাট গেটজ উভয়েরই বিরুদ্ধে তদন্ত করা উচিত।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়