উধাও তাজমহল!
বায়ুদূষণের জেরে কার্যত গোটা উত্তর ভারত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। রাজ্যের আগ্রায় বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। তারই মাঝে আগ্রার গর্ব তাজমহল ঢেকে ফেলে ধোঁয়াশা। বায়ুদূষণের ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে এই ধোঁয়াশা দৃষ্টিবিভ্রম তৈরি করেছে। ফলে তাজমহলের বাগানে ঢুকলে অনেক গাছগাছালি দেখা গেলেও, সোজা তাকালে আর দেখা যাচ্ছে না তাজমহলকে। খবর হিন্দুস্তান টাইমস।
আগ্রার বায়ু দূষণের পরিস্থিতি বৃহস্পতিবার সকাল থেকেই মাঝারি অবস্থায় ছিল। আগ্রায় এদিন একিউআই ছিল ১৯৩। আগ্রার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।
তবে কুয়াশার ধারা আপাতত আগ্রাকে ছাড়বে না। গভীর কুয়াশা সোমবার পর্যন্ত থাকবে। মনে করা হচ্ছে, এই তুমুল কুয়াশার সঙ্গে ধোঁয়ার মিশে যাওয়ায় যে অবস্থা তৈরি হয়েছে, তার নেপথ্যে রয়েছে খড় পোড়ানোর ঘটনা। উত্তর ভারতের একটা বিশাল এলাকাজুড়ে রয়েছে এই খড় পোড়ানোর রীতি, যা বায়ুদূষণে একটি বড় তাৎপর্যপূর্ণ উপাদান। এই খড় পোড়ানো নিয়ে আইনত জরিমানা ঘোষণা করা হয়েছে। সেই জরিমানার অঙ্ক গত সপ্তাহেই বাড়িয়েছে কেন্দ্র। তবে তারপরও পরিস্থিতি উদ্বেগজনক রয়ে গেছে।
এদিকে, বৃহস্পতিবার দিল্লিতে বায়ুদূষণের অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। ইতিমধ্যেই একিউআই ৪০০ পার করে গিয়েছে সেখানে। সকাল ১০ টা নাগাদ দিল্লির আনন্দ বিহারের একিউআই ছিল ৪৬৬। একে ‘গুরুতর’ বলে বর্ণনা করেছে ‘সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড’। আর্যনগর, অশোক বিহার এবং উজিরপুর হল দিল্লিতে সবচেয়ে খারাপ বায়ুর মান রেকর্ড করা কিছু এলাকা।
দিল্লি কর্তৃপক্ষ সাময়িকভাবে রাজধানীতে শুধু সরকারি ছাড়া অন্যান্য সবধরনের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছে। এছাড়া রাজধানীতে বাস চলাচল সীমিত করা হয়েছে।
ঢাকা/শাহেদ