ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ১৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:৪৯, ১৫ নভেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা

বৈরুতের একটি ভবনে ইসরায়েলি হামলা

যুক্তরাষ্ট্র যখন যুদ্ধবিরতি নিয়ে কাজ করছে তখন লেবাননের রাজধানী বৈরুতের একটি ব্যস্ত এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার এই হামলায় একটি ভবন মাটির সঙ্গে মিশে গেছে।

শুক্রবার সকালে টাইউনেহ জংশনের কাছে বিমান হামলাগুলো চালানো হয়। এটি এমন একটি এলাকা যেখানে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণ শহরতলিগুলো মিলিত হয়েছে। এই এলাকাতেই ইসরায়েল ঘন ঘন হামলা চালিয়ে আসছে।

মার্কিন রাষ্ট্রদূত বৃহস্পতিবার লেবাননের সংসদের স্পিকার নাবিহ বেরির কাছে একটি খসড়া যুদ্ধবিরতি প্রস্তাব জমা দিয়েছেন। এই খসড়াটি অন্তত কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে লড়াই বন্ধ করার জন্য ওয়াশিংটনের প্রথম লিখিত প্রস্তাব।’

এই প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে বৈরুতে মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন. ‘কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে।’

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র কূটনীতিক জানিয়েছেন, যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবের জন্য আরো সময় প্রয়োজন ছি। তবে যুদ্ধবিরতি হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের সঙ্গে লেবাননের হিজবুল্লাহর লড়াই চলছে। সম্প্রতি ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর নেতা সাইয়েদ হাসান নাসরাল্লাহ এবং অন্যান্য কমান্ডাররা নিহত হয়েছে। লেবাননের যেসব এলাকায় হিজবুল্লাহর রাজনৈতিক ও সামরিক আধিপত্য রয়েছে সেখানে বিমান হামলা করছে ইসরায়েল। হিজবুল্লাহও ইসরায়েলে রকেট হামলা অব্যাহত রেখেছে এবং এর যোদ্ধারা দক্ষিণে ইসরায়েলি সেনাদের সাথে লড়াই করছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়