ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

বায়ুদূষণের কারণে পাঞ্জাবে ১ মাসে অসুস্থ ২০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ১৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:৪৪, ১৫ নভেম্বর ২০২৪
বায়ুদূষণের কারণে পাঞ্জাবে ১ মাসে অসুস্থ ২০ লাখ মানুষ

পাকিস্তানের পাঞ্জাবে বায়ু দূষণের কারণে এক মাসে প্রায় ২০ লাখ লোক শ্বাসকষ্ট এবং শ্বাসকষ্টজনিত অন্যান্য রোগে আক্রান্ত হয়েছে। শুক্রবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

বায়ু দূষণের কারণে শুকনো কাশি, শ্বাসকষ্টের সমস্যা, নিউমোনিয়া এবং বুকে সংক্রমণের মতো উপসর্গ বাড়ছে। আর সেই উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে।

বৃহস্পতিবার পাঞ্জাব স্বাস্থ্যসেবা বিভাগের সরবরাহ করা তথ্য অনুযায়ী,  প্রদেশজুড়ে ১৯ লাখ ৩৪ হাজার ৩০ জন শ্বাসকষ্ট এবং শ্বাসকষ্টজনিত অন্যান্য রোগের চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে লাহোরেই ছিল ১ লাখ ২৬ হাজার ২৩০ জন। বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে পাঞ্জাবজুড়ে শ্বাসকষ্ট এবং বুকে সংক্রমণ সহ বিভিন্ন শ্বাসযন্ত্রের রোগের ৬৮ হাজার ৯১৭টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এগুলোর মধ্যে ছয় হাজার ২৩৬টি লাহোরের। শহরটিতে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা পযন্ত বাতাসের মান সূচক ছিল ১,১০০।

বিষাক্ত দূষণের কারণে সৃষ্ট ঘন ধোঁয়াশা গত কয়েক সপ্তাহ ধরে পাঞ্জাবের বেশ কয়েকটি শহরকে গ্রাস করেছে। লাহোর ও মুলতান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুলতানে বায়ু মাণ সূচক রিডিং ইতিমধ্যে দুবার দুই হাজার ছাড়িয়েছে।

পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ স্কুল, কলেজগুলো বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। বিয়ের অনুষ্ঠানের উপরেও তিন মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের যুক্তি, বিয়ের অনুষ্ঠানে শব্দবাজি, আতশবাজি পোড়ানো হয় দেদার। এর জেরে দূষণের মাত্রা বৃদ্ধি পায়। তাই আপাতত তিন মাস বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়