ফিলিপাইনের দিকে এগিয়ে যাচ্ছে সুপার টাইফুন ম্যান-ই
সুপার টাইফুন ম্যান-ই প্রবল শক্তি সঞ্চয় করে ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজোনের দিকে এগিয়ে যাচ্ছে। ফিলিপাইন কর্তৃপক্ষ শনিবার নিচু এলাকা এবং উপকূলীয় শহরগুলোর বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
ম্যান-ই, ফিলিপাইনে আঘাত হানা ষষ্ঠ গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়। রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা পিএজিএএসএ-এর তথ্য অনুসারে, ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঝড়টি এগিয়ে আসছে। বাতাসের বেগ ঘণ্টায় ২৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মধ্য বিকোল অঞ্চলের কাতান্ডুয়ানস এবং ক্যামারিনিস সুর প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা অফিসের প্রধান এরিয়েল নেপোমুসেনো ঝড়টির সম্ভাব্য গতিপথের মধ্যে থাকা বাসিন্দাদেরকে সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছেন। সুপার টাইফুন ম্যান-ই এর প্রভাবে ভারী বৃষ্টিপাত এবং শক্তিশালী বাতাস বইতে পারে যা বন্যা এবং ঝড়ের জলোচ্ছ্বাস সৃষ্টি করতে পারে।
নেপোমুসেনো বলেছেন, উপকূলীয় এলাকায় ১০ ফুট জলোচ্ছাস হতে পারে। টাইফুনটি বিকোল অঞ্চলের জন্য ‘সম্ভাব্যভাবে বিপর্যয়কর এবং জীবন-হুমকিপূর্ণ পরিস্থিতি’ সৃষ্টি করতে পারে।
একজন দুর্যোগ কর্মকর্তা ডিজেডআরএইচ রেডিওকে জানিয়েছেন, এই অঞ্চলের ছয়টি প্রদেশের পাঁচ লাখেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
ঢাকা/শাহেদ