ঢাকা     শনিবার   ১৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২ ১৪৩১

ইউক্রেনের জন্য আরো খারাপ খবর আসছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ১৬ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:৩৯, ১৬ নভেম্বর ২০২৪
ইউক্রেনের জন্য আরো খারাপ খবর আসছে

ইউক্রেনের জন্য আগামী দিনগুলোতে আরো খারাপ খবর আসতে যাচ্ছে। কারণ যুদ্ধের এই পর্যায়ে কিয়েভ যেদিকেই তাকাচ্ছে সেদিকেই মস্কোকে সুবিধাজনক অবস্থানে দেখতে পাচ্ছে।

রাশিয়া পূর্ব এবং দক্ষিণ-পূর্ব ইউক্রেনের প্রথম সারিতে মূল স্পটগুলোতে অগ্রগতি অর্জন করেছে। একই সময়ে, মস্কো দক্ষিণ রাশিয়ার কুর্স্ক অঞ্চলে পাল্টা আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। চলতি বছর কিয়েভের একমাত্র বড় সামরিক সাফল্যের স্থান হচ্ছে কুর্স্ক অঞ্চল। মস্কো কুর্স্কে প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, সম্প্রতি উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের মাধ্যমে এখানে সেনা সংখ্যা বাড়িয়েছে রাশিয়া।

ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার থেকে জর্জ ব্যারোস সিএনএনকে বলেছেন, ‘রাশিয়ানদের এই মুহূর্তে সম্মুখ সারিজুড়ে উদ্যোগ রয়েছে, তারা সফলভাবে কৌশলগত অর্জনগুলো কাজে লাগাচ্ছে এবং সেই কৌশলগত অর্জনগুলো শক্তিশালী করছে।’

তিনি জানান, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সুবিধা ইউক্রেনের পক্ষে সম্ভাব্য পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতি নেওয়াকে অসম্ভব করে তোলে।

ব্যারোস বলেন, ‘রাশিয়ানরাই পদক্ষেপ নিচ্ছে এবং তারা ইউক্রেনীয়দের প্রতিক্রিয়া জানাতে বাধ্য করছে। এটি ভাল জিনিস নয়, কারণ আপনি ক্রমাগত রক্ষণাত্মক হয়ে যুদ্ধে পরাজিত হবেন।...আপনি শুধু একটি কোণে বাক্সে নিয়ে যাবেন এবং আপনাকে খারাপ বিকল্পগুলোর একটি বুফে থেকে বেছে নিতে হবে।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়