ঢাকা     রোববার   ১৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ব্যাপক হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:৪৪, ১৭ নভেম্বর ২০২৪
ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ব্যাপক হামলা

ইউক্রেনের বিধ্বস্ত এলাকায় অগ্নিনির্বাপন

প্রায় তিন মাসের মধ্যে রোববার ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় ১২০টি ক্ষেপণাস্ত্র এবং ৯০টি ড্রোন ব্যবহার করা হযেছে। হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থার ‘গুরুতর ক্ষতি’ হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। শীত মৌসুমে ইউক্রেনের বিদ্যুৎ খাতে হামলা চালিয়ে দেশটির জনগণের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে চাইছে রাশিয়া।

পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক্স-এ লিখেছেন, ‘রাশিয়া সবচেয়ে বড় বিমান হামলার একটি শুরু করেছে: শান্তিপূর্ণ শহর, ঘুমন্ত বেসামরিক মানুষ, গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা।’

শনিবার রাতে রাজধানীতে বিমান প্রতিরক্ষামূলক ড্রোনের আওয়াজ শোনা যায় এবং সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সময় শহরের কেন্দ্র জুড়ে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি সরবরাহকারী ডিটিইকে-এর প্রধান নির্বাহি ম্যাক্সিম টিমচেনকো বলেন, ‘ডিটিইকে পাওয়ার স্টেশনসহ ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থার মারাত্মক ক্ষতি হয়েছে। এই আক্রমণগুলো আবার আমাদের মিত্রদের কাছ থেকে ইউক্রেনের অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়