ঢাকা     রোববার   ১৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর গণমাধ্যম শাখার প্রধান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ১৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:৩৫, ১৭ নভেম্বর ২০২৪
ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর গণমাধ্যম শাখার প্রধান

মোহাম্মদ আফিফ

লেবাননের রাজধানী বৈরুতের একটি ঘনবসতিপূর্ণ জেলার একটি ভবনে হামলা চালিয়ে হিজবুল্লাহর গণমাধ্যম সম্পর্ক বিভাগের প্রধান মোহাম্মদ আফিফকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

অবশ্য হিজবুল্লাহর কাছ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

রয়টার্সের প্রশ্নের জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

রয়টার্স জানিয়েছে, বৈরুতের রাস আল-নাবা এলাকার আশেপাশে হামলাটি চালিয়েছিল ইসরায়েল। এই এলাকার একটি ভবনে বাথ পার্টির অফিস রয়েছে। ভবনটিতে আফিফ ছিলেন বলে নিশ্চিত করেছেন লেবাননে পার্টির প্রধান আলি হিজাজি।

প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনের উপরের তলাটি প্রথম তলায় ধসে পড়ে। ঘটনাস্থলে সিভিল ডিফেন্স কর্মীরা ছিলেন।

আফিফ হিজবুল্লাহর সাবেক মহাসচিব হাসান নাসরাল্লাহর দীর্ঘদিনের মিডিয়া উপদেষ্টা ছিলেন। হাসান ২৭ সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়