ঢাকা     মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৫ ১৪৩১

ইরাককে কঠোর হুুঁশিয়ারি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:১৭, ১৯ নভেম্বর ২০২৪
ইরাককে কঠোর হুুঁশিয়ারি ইসরায়েলের

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার

ইসরায়েলে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াদের হামলার ঘটনায় ইরাক সরকারকে সতর্ক করেছে ইসরায়েল। তেল আবিব তার নাগরিকদের রক্ষায় যেকোনো ধরনের পদক্ষেপ নিতে পারে বলে কঠোর হঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। খবর আল জাজিরার।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) এবং ইরাকি সরকারকে ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের ইসরায়েলে হামলা বন্ধ ও প্রতিরোধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার ইউএনএসসির প্রেসিডেন্টকে পাঠানো এক চিঠিতে সার এ আহ্বান জানান।

তিনি বলেন, ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স নামে পরিচিত মিলিশিয়ারা গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলে শাহেদ, জিয়াদ এবং আরপাদ ধরনের শতাধিক ড্রোনের পাশাপাশি কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এসব বেশিরভাগই আটকানো হয়েছিল। কিন্তু কিছু প্রভাব ফেলেছে। যার মধ্যে রয়েছে বিস্ফোরক-বোঝাই ড্রোন, যা গত ৩ অক্টোবর উত্তর ইসরায়েলে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। এতে দুজন সেনা নিহত এবং ২৪ জন আহত হোন।

সার বলেন, ইরাক সরকার তার ভূখণ্ডকে অন্য দেশের বিরুদ্ধে হামলার ঘাঁটি হিসাবে ব্যবহার করা ঠেকাতে আন্তর্জাতিক আইনের অধীনে দায়বদ্ধ।

তিনি সতর্ক করে বলেন, এই পটভূমিতে, আমি আবারও স্মরণ করতে চাই যে, ইসরায়েলের আত্মরক্ষার সহজাত অধিকার রয়েছে... এবং নিজের ও তার নাগরিকদের প্রতিক্রিয়া জানানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার।

এদিকে, ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স সোমবার এক বিবৃতিতে বলেছে, তারা দক্ষিণ ইসরায়েলে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। 

ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীটি বলেছে, গাজা ও লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে।

দলটি প্রায় প্রতিদিনই ইসরায়েলে হামলা চালাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, বেশিরভাগ ড্রোন হামলা আটকানো হয়েছে।

ঢাকা/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়