ঢাকা     মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৫ ১৪৩১

বাবার দেহভষ্ম থেকে জন্মানো গাছের গাজা সেবন করলেন ইউটিউবার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ১৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:৫৬, ১৯ নভেম্বর ২০২৪
বাবার দেহভষ্ম থেকে জন্মানো গাছের গাজা সেবন করলেন ইউটিউবার

বাবার দেহভষ্ম থেকে জন্মানো গাছ থেকে পাওয়া গাজা সেবন করেছেন এক ইউটিউবার। মৃত্যুর আগে বাবার দেওয়া নির্দেশনা মেনেই তিনি এই কাজ করেছেন বলে জানিয়েছেন রোসানা পানসিনো নামে অনলাইনে পরিচিত ওই মার্কিন ইউটিউবার।

রোসানা পানসিনো তার নতুন পডকাস্ট রডিকুলাসের প্রথম পর্বে তাপ্রয়াত বাবাকে শ্রদ্ধা জানিয়েছেন। ১৬ নভেম্বর পডকাস্টের প্রথম পর্বে ৩৯ বছর বয়সী নারডি নমিজ হোস্ট তার বাবা পাপা পিজ্জা সম্পর্কে জানান, পাঁচ বছর আগে লিউকেমিয়ায় মারা যান বাবা। মৃত্যুর আগে তিনি তার শেষ ইচ্ছা সম্পর্কে সন্তানদের বলেছিলেন ‘আমার দেহভষ্মের কিছু অংশ মাটির সাথে মিশিয়ে দিও এবং গাঁজা গাছের চারা জন্মাও এবং ধূমপান কর।’

রোসানা বলেন, ‘তিনি চলে যাওয়ার আগে আমাকে এবং আমার মাকে বলেছিলেন, তার দেহভষ্ম দিয়ে আমাদের কী করতে হবে। প্রথমে আমার মা একটু দ্বিধাগ্রস্ত ছিলেন। তিনি ভেবেছিলেন এটির হিপ্পিদের আচরণ ‘(এবং)’ মানুষ আমাদের সমালোচনা করবে। কিন্তু সময় যত চলে যাচ্ছিল, আমরা সত্যিই ভাবছিলাম বাবা যা চেয়েছিলেন তা করার এবং তিনি যেভাবে চেয়েছিলেন তাকে সম্মান করার এটাই সঠিক সময়।’

রোসানা এরপরে বাবার দেহভষ্ম মেশানো মাটিতে গাজার চারা লাগানোর ফুটেজ শেয়ার করেন। 

তিনি বলেন, ‘এটি খুব আবেগপূর্ণ ও বিশেষ কিছু ছিল এবং আমি আনন্দিত যে, বাবাকে সম্মান জানানোর মতো এই স্মৃতিগুলো আমরা পেয়েছি।’

পডকাস্টের মাঝামাঝি সময়ে বাবা শেষ ইচ্ছা পূরণ করেন রোসানা। ক্যামেরার সামনে তিনি এবং তার মা ও বোন গাঁজা সেবন করেন। 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়