ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ১৯ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:২৪, ১৯ নভেম্বর ২০২৪
মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা ইউক্রেনের

প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানতে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন। মঙ্গলবার এ হামলা চালানো হয়েছে বলে রাশিয়া জানিয়েছে।

রাশিয়া জানিয়েছে, তাদের বাহিনী ব্রায়ানস্ক অঞ্চলে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ছোড়া ছয়টির মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। একটির ধ্বংসাবশেষ স্থাপনায় আঘাত করেছে, তবে এতে কোনো হতাহতের বা ক্ষতির ঘটনা ঘটেনি।

ইউক্রেন জানিয়েছে, তারা রাশিয়ার প্রায় ১১০ কিলোমিটার অভ্যন্তরে একটি অস্ত্র গুদামে হামলা চালিয়েছে। তবে তারা কোনো অস্ত্র ব্যবহার করেছে তা জানায়নি।

প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে ইউক্রেনকে এই ধরনের হামলার জন্য মাঝারি পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমোদন দিয়েছেন। এ ঘটনার পর মস্কো হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ধরনের হামলা ওয়াশিংটনকে যুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী হিসেবে উপস্থাপন করবে এবং মস্কো তাৎক্ষণিক প্রতিশোধ গ্রহণ করবে।

রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার এক হাজারতম দিনে এই হামলা চালালো ইউক্রেন। বিশ্লেষকরা বলছেন, দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে কিয়েভের সেনারা ক্লান্ত। এরমধ্যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিজয় ইউক্রেন যুদ্ধে পশ্চিমা সমর্থন নিয়ে সংশয়ে পড়েছে কিয়েভ। মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে এই মুহূর্তে কিয়েভ হয়তো রাশিয়ার দখলকৃত কিছু এলাকা পুনরুদ্ধার করতে পারবে। তবে শেষ পর্যন্ত ৩৩ মাস ধরে চলা যুদ্ধে কোনো পরিবর্তন আসবে না।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়