ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

জামিন পেয়েছেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ২০ নভেম্বর ২০২৪  
জামিন পেয়েছেন ইমরান খান

ইমরান খান

নতুন তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জামিন দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। বুধবার আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেছে। 

বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ১০ লাখ রুপি করে দুটি মুচলেকা প্রদানের শর্তে  ইমরানের জামিন মঞ্জুর করেছেন। পিটিআই প্রতিষ্ঠাতাকে জামিনের পরে বিচারিক আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারক সতর্ক করে দিয়ে বলেছেন, ইমরান বিচারের সময় আদালতকে সহযোগিতা না করলে জামিন বাতিল করা হতে পারে।

ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৩ জুলাই ইদ্দত মামলায় বেকসুর খালাস দিয়েছিল আদালত। ওই দিনই নতুন তোশাখানা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। অবশ্য বুশরা বিবি গত মাসে আইএইচসি থেকে তোশাখানা মামলায় জামিন পেয়েছিলেন। তবে পিটিআই প্রতিষ্ঠাতা গত বছরের ৫ আগস্ট একটি পৃথক তোশাখানা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন।

নতুন তোশাখানা মামলায় ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ইমরান ও বুশরা বিবিকে এক বিদেশি নেতার উপহার দেওয়া একটি দামি গহনার সেট (গলার হার, কানের দুল, ব্রেসলেট ও আংটি) তোশাখানায় কম দাম দিয়ে নিজেদের কাছে রেখে দিয়েছিলেন বলে অভিযোগ এনেছে। সংস্থার মতে, এতে রাজকোষের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়