ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

সিরিয়ার পালমিরায় ইসরায়েলি হামলায় নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ২১ নভেম্বর ২০২৪  
সিরিয়ার পালমিরায় ইসরায়েলি হামলায় নিহত ৩৬

সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরায় ইসরায়েলি হামলায় ৩৬ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

হামলার বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এক সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করে সানা বলেছে, ‘আজ বেলা ১টা ৩০ মিনিটের , ইসরায়েলি শত্রুরা আল-তানফ এলাকার দিক থেকে সিরিয়ার মরুভূমির পালমিরা শহরের বেশ কয়েকটি ভবন লক্ষ্য করে বিমান হামলা শুরু করে, যার ফলে ৩৬ জন শহীদ হন ( এবং) অন্য ৫০ জনেরও বেশি আহত হয়েছে।’

ওই কর্মকর্তা জানিয়েছেন, হামলায় লক্ষ্যবস্তু ভবন এবং আশেপাশের এলাকায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

ইসরায়েল কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এই ধরনের অভিযান বাড়িয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী গত সপ্তাহে জানিয়েছে, তারা সিরিয়া-লেবানিজ সীমান্তের ট্রানজিট রুটে হামলা চালিয়েছে। এই রুটে হিজবুল্লাহর কাছে অস্ত্র স্থানান্তর করা হতো।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়