ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পশ্চিমাদের ওপর সরাসরি হামলার হুমকি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ২২ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:১৪, ২২ নভেম্বর ২০২৪
পশ্চিমাদের ওপর সরাসরি হামলার হুমকি পুতিনের

রাশিয়া বৃহস্পতিবার সকালে ইউক্রেনের ডিনিপ্রোর একটি সামরিক স্থাপনায় পরীক্ষামূলক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। যেসব পশ্চিমা দেশ রাশিয়াকে লক্ষ্যবস্তু করার জন্য ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে তাদের ওপর হামলার অধিকার মস্কোর রয়েছে। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেছেন।

পুতিন জাতির উদ্দেশ্যে একটি অঘোষিত টেলিভিশন ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে সরাসরি হুমকি দিয়েছেন।

গত মঙ্গল ও বুধবার রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসিএমএস এবং যুক্তরাজ্যের তৈরি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন। গত সপ্তাহে ওয়াশিংটন ও লন্ডন এসব ক্ষেপণাস্ত্র ব্যবহারে কিয়েভকে অনুমতি দিয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেন জানায়, রাশিয়া ডিনিপ্রোতে হামলা চালাতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। নতুন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির নাম ওরেশনিক।

পুতিন বলেছেন, ‘মাঝামাঝি ও স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি ও স্থাপনের মার্কিন পরিকল্পনার প্রতিক্রিয়া’ হিসেবে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।’

তিনি বলেন, ‘যেসব দেশ তাদের অস্ত্রগুলো রুশ লক্ষ্যবস্তুতে হামলা করার অনুমতি দেয়, রাশিয়া তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের অধিকার সংরক্ষণ করে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপর থেকে পশ্চিমা দেশগুলো কিয়েভকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে। যুদ্ধ শুরুর পর এবারই প্রথম পশ্চিমা দেশগুলোকে সরাসরি হামলার হুমকি দিলেন পুতিন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়