ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

উত্তর কোরিয়াকে ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল দিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২২ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:০২, ২২ নভেম্বর ২০২৪
উত্তর কোরিয়াকে ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল দিয়েছে রাশিয়া

যুক্তরাজ্যভিত্তিক একটি অলাভজনক গবেষণা গোষ্ঠী ওপেন সোর্স সেন্টারের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ অনুসারে রাশিয়া চলতি বছরের মার্চ থেকে উত্তর কোরিয়াকে ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল সরবরাহ করেছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বিবিসিকে বলেছেন, পিয়ংইয়ং মস্কোকে ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য যে অস্ত্র ও সেনা পাঠিয়েছে তার মূল্য বাবদ তাদের কাছে তেল পাঠানো হয়েছে।

আরও পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে উত্তর কোরিয়ার অর্থনীতিতে ধস নামাতে দেশটির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। উত্তর কোরিয়ায় এভাবে তেল পাঠানো জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন।

স্যাটেলাইট চিত্রগুলোতে দেখা গেছে, গত আট মাসে মোট ৪৩ বার রাশিয়ার দূরপ্রাচ্যের একটি তেল টার্মিনালে উত্তর কোরিয়ার এক ডজনেরও বেশি তেল ট্যাঙ্কার পৌঁছেছে। এই ট্যাঙ্কারগুলো খালি এসেছে এবং প্রায় পূর্ণ হয়ে ফিরে গেছে।

এ ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্র দপ্তর কোনো মন্তব্য করেনি।

একটি নতুন প্রতিবেদনে ওপেন সোর্স সেন্টার জানিয়েছে, গত ৭ মার্চ প্রথমবার তেল স্থানান্তরের বিষয়টি রেকর্ড করা হয়। এর সাত মাস পর রাশিয়ায় অস্ত্রের চালান পাঠায় উত্তর কোরিয়া। সর্বশেষ তেলের চালানটি রেকর্ড করা হয় ৫ নভেম্বর। উত্তর কোরিয়া তার হাজার হাজার সেনা রাশিয়ায় পাঠানোয় তেলের এই স্থানান্তরের বিষয়টিও অব্যাহত রয়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়