ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ফিলিপাইনের প্রেসিডেন্টকে হত্যার হুমকি ভাইস প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ২৪ নভেম্বর ২০২৪  
ফিলিপাইনের প্রেসিডেন্টকে হত্যার হুমকি ভাইস প্রেসিডেন্টের

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রকে হত্যার হুমকি দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তে। রবিবার দেশটির নিরাপত্তা পরিষদ এই হত্যার হুমকি তদন্তের ঘোষণা দিয়েছে।

শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে সারা বলেছিলেন, তিনি একজন আততায়ীর সাথে কথা বলেছেন। মার্কোস, তার স্ত্রী এবং পার্লামেন্টের স্পিকারকে হত্যা করার নির্দেশ দিয়েছেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এডুয়ার্ডো আনো জানিয়েছেন, প্রেসিডেন্টের প্রতি সব হুমকিকে ‘গুরুতর’ হিসাবে বিবেচনা করে সরকার। হুমকি ও সম্ভাব্য অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করতে আইন প্রয়োগকারী এবং গোয়েন্দাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেছে সরকার।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘প্রেসিডেন্টের জীবনের বিরুদ্ধে যেকোনো হুমকিকে বিবেচনায় নেওয়া হবে এবং জাতীয় নিরাপত্তার বিষয় হিসাবে বিবেচিত হবে।’

দুতের্তের হুমকির প্রতিক্রিয়ায় প্রেসিডেন্টের নিরাপত্তা কমান্ড জানিয়েছে, ফিলিপাইনের নেতার নিরাপত্তা প্রটোকল কঠোর করেছে এবং জাতীয় পুলিশ প্রধানকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়