ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ইসরায়েলের নৌঘাঁটিতে প্রথমবারের মতো হিজবুল্লাহর ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:২৫, ২৫ নভেম্বর ২০২৪
ইসরায়েলের নৌঘাঁটিতে প্রথমবারের মতো হিজবুল্লাহর ড্রোন হামলা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে প্রথমবারের মতো ড্রোন হামলা চালানোর দাবি করেছে। রোববার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আশদোদ নৌঘাঁটিতে প্রথমবারের মতো ড্রোনের মাধ্যমে আকাশ থেকে আক্রমণ চালানো হয়েছে। 

এছাড়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালানোর দাবিও করেছে হিজবুল্লাহ। একই সময়ে তেল আবিবের উপকণ্ঠে একটি গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। খবর আল জাজিরার।

হিজবুল্লাহর হামলায় তেল আবিবের ‘গুরুতর ক্ষতি’ হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তেল আবিব শহরতলী সহ মধ্য ও উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর খবর দিয়েছে। আইডিএফ বলেছে, তারা উত্তর ইসরায়েলে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। লেবানন থেকে ২৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানায় আইডিএফ।

তবে পরবর্তীতে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানায়, লেবানন থেকে ‘৩৪০টি ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করা হয়েছে।

হিজবুল্লাহর এসব হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। ইসরায়েলি চিকিৎসা সংস্থাগুলো জানিয়েছে, আহতদের মধ্যে একজন অবস্থা গুরুতর।

শনিবার (২৩ নভেম্বরে) লেবাননের মধ্য বৈরুতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হওয়ার একদিন পরই হিজবুল্লাহর পক্ষ থেকে শক্ত জবাব এলো। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, মধ্য বৈরুতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৬ জন আহত হয়েছিলেন।

গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল। প্রথমে আকাশ পথে হামলা হলেও, পরে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, তখন থেকে হিজবুল্লাহ একদিনে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ২৪ সেপ্টেম্বর। এদিন ইসরায়েলে ৩৫০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ঢাকা/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়