ঢাকা     মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১২ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি চীনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ২৬ নভেম্বর ২০২৪  
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি চীনের

অবৈধ অভিবাসন ও মাদক চোরাচালান বন্ধে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথম দিনেই ট্রাম্প চীন, মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর কর আরোপের হুমকি দেওয়ার পর পাল্টা হুমকি দিয়েছে বেইজিং। মঙ্গলবার চীন সতর্ক করে দিয়ে বলেছে, “কেউ বাণিজ্য যুদ্ধে জিতবে না।”

মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এএফপিকে একটি ইমেলে বলেছেন, “চীন বিশ্বাস করে যে চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা প্রকৃতিতে পারস্পরিকভাবে উপকারী।”

স্থানীয় সময় সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, তিনি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক চোরাচালান দমন করার লক্ষ্যে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথম দিনেই চীন, মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর কর আরোপ করবেন। 

পোস্টে ট্রাম্প বলেন, “২০ জানুয়ারি প্রথম নির্বাহী আদেশে আমি মেক্সিকো এবং কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সমস্ত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার জন্য প্রয়োজনীয় সমস্ত নথিতে স্বাক্ষর করব।”

বেইজিং ট্রাম্পের দলের সাথে আলোচনার চেষ্টা করছে কিনা জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, “নীতি হিসেবে আমরা সংলাপ এবং যোগাযোগ বজায় রাখার জন্য উন্মুক্ত।”

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়