ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

স্বামীকে কারামুক্ত না করে ঘরে ফিরবেন না ইমরানের স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ২৬ নভেম্বর ২০২৪  
স্বামীকে কারামুক্ত না করে ঘরে ফিরবেন না ইমরানের স্ত্রী

রাজধানী ইসলামাবাদের ডি-চকের কাছাকাছি ব্লু এলাকায় অবস্থান নেওয়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মীদের মাঝে পৌঁছেছেন দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। তিনি সাফ জানিয়েছেন, স্বামী কারামুক্ত না হওয়া পর্যন্ত ডি-চক থেকে ফিরবেন না তিনি। 

মঙ্গলবার বুশরা বিবি দলের কর্মীদের উদ্দেশে বলেছেন, “এটি আপনার কাছে আমার প্রতিশ্রুতি, আমিই এই জায়গা ছেড়ে যাওয়া সর্বশেষ ব্যক্তি হব এবং আমি খানকে ছাড়া যাব না। যদি কেউ আপনাদের বলে যে আমি ডি-চক ছেড়ে গিয়েছি, জেনে রাখুন তা অসত্য। আপনারা প্রতিশ্রুতি দিন যে, খান বের হয়ে না আসা পর্যন্ত আপনারা ডি-চক ছেড়ে যাবেন না।”

সরকার কেন পিটিআইয়ের নেতাকর্মীদের ওপর গুলি ছুড়ছে প্রশ্ন তুলে বুশরা বলেন, “তাদের সমাবেশ শান্তিপূর্ণ হওয়া সত্ত্বেও কেন সরকার গুলি ছুড়ছে? আপনারা কি জানেন না ইমরান খান সত্য ও ন্যায়বিচারের জন্য লড়াই করছেন?” 

আরো পড়ুন:

তিনি বলেন, এক জন মুসলমান আরেকজন মুসলমানের ওপর আক্রমণ করে না। তাহলে কেন আপনারা আমাদের ওপর গুলি ছুড়ছেন?’

১৩ নভেম্বর ইমরান খান কারাগারের ভেতর থেকে  ‘চূড়ান্ত ডাক’ দিয়েছিলেন। ২৪ নভেম্বর তার এই কর্মসূচির নির্ধারিত দিন ছিল। তবে সরকারের কঠোর অবস্থানের কারণে ২৪ তারিখ ইমরান সমর্থকরা সুবিধা করতে পারেনি। পরে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভের ডাক দেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিক্ষোভ চলাকালে একটি গাড়ি দিয়ে হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর চার রেঞ্জার্স সদস্য নিহত হয়েছেন। রেঞ্জার্সের গুলিতে পিটিআইয়ের দুই কর্মী নিহত হয়েছেন। 

সরকারের পক্ষ থেকে পিটিআইয়ের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তবে পিটিআইয়ের নেতা ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর জানিয়েছেন, আগে ইমরান খানের মুক্তি, পরে আলোচনা।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়