ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাশিয়ার জন্য অস্ত্র কারখানা সম্প্রসারণ করেছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:১০, ২৭ নভেম্বর ২০২৪
রাশিয়ার জন্য অস্ত্র কারখানা সম্প্রসারণ করেছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া একটি অস্ত্র কারখানা সম্প্রসারণ করছে। এই কারখানা থেকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ব্যবহৃত ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়। মিডলবেরি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজের গবেষকরা এ তথ্য জানিয়েছেন।

গবেষকদের মতে, এই কারখানা থেকে কেএন-২৩ এবং কেএন-২৪ তৈরি করা হয়।

দেশের দ্বিতীয় বৃহত্তম শহর হামহুং-এ অবস্থিত কারখানাটি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেশ কয়েকবার পরিদর্শন করেছেন। এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কৌশলগত ক্ষেপণাস্ত্রের ব্যাপক উৎপাদনের কথা বলেছিল।

ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের মতে, রাশিয়া  সম্প্রতি ইউক্রেনে যে ব্যাপক হারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার প্রায় এক তৃতীয়াংশ উত্তর কোরিয়া সরবরাহ করেছে।

মস্কো এবং পিয়ংইয়ং তাদের সামরিক সম্পর্ককে শীতল যুদ্ধের পর থেকে অনেক বেশি ঘনিষ্ঠ করেছে। এর অংশ হিসেবে চলতি বছরের শুরুতে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সম্মত হওয়া এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করার জন্য উত্তর কোরিয়ার সেনা পাঠানোর বিষয়টি রয়েছে।

স্যাটেলাইট থেকে পাওয়া নতুন ছবিগুলোতে দেখা গেছে, উত্তর কোরিয়া হামহুং কারখানা সম্প্রসারণ করছে এবং ক্ষেপণাস্ত্র রাখার জন্য দ্বিতীয় একটি ভবন সেইসাথে শ্রমিকদের জন্য অতিরিক্ত আবাসন তৈরি করছে।

সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজের গবেষণা সহযোগী স্যাম লেয়ার সিএনএনকে বলেন, ‘তারা যে উৎপাদনের নতুন সারি প্রতিষ্ঠা করেছে তাতে উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে তা বোঝা যাচ্ছে।’

স্যাটেলাইট প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবসের তোলা ছবিগুলো বিশ্লেষণের উপর ভিত্তি করে লায়র জানান, উত্তর কোরিয়া কারখানাটিতে কর্মীর সংখ্যা বাড়াচ্ছে বলে মনে হচ্ছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়