ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

ট্রাম্পের নতুন প্রশাসনের ৯ জনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ২৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:০৬, ২৮ নভেম্বর ২০২৪
ট্রাম্পের নতুন প্রশাসনের ৯ জনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১০ জানুয়ারি থেকে দায়িত্ব পালন শুরু করবেন। দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে যাওয়ার আগে তিনি তার নতুন প্রশাসন সাজাতে ব্যস্ত রয়েছে। প্রায় সব গুরুত্বপূর্ণ পদেই তিনি নিয়োগের ঘোষণা করে ফেলেছেন এরই মধ্যে।

ট্রাম্পের নতুন প্রশাসনে নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত ৯ জনকে এবার বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের ‘অন্তর্বর্তী টিম’ এই অভিযোগ করেছে।  

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আরো পড়ুন:

ট্রাম্পের অন্তর্বর্তী টিমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাত ও বুধবার সকালে ট্রাম্পের নতুন মন্ত্রিসভা ও হোয়াইট হাউস দলের অন্তত নয় জনকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। নতুন প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী, গৃহায়ণমন্ত্রী, কৃষিমন্ত্রী ও শ্রমমন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই তালিকায় অন্যদের মধ্যে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে যাকে নির্ধারণ করা হয়েছে তার নামও রয়েছে।

যুক্তরাষ্ট্রের অভ্যান্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, একাধিক বোমা হামলার হুমকির তথ্য তাদের কাছে আছে। সেই সঙ্গে ভুয়া কল করেও হুমকিপ্রাপ্তদের বাড়িতে পুলিশকে পাঠানোর ঘটনা ঘটেছে।

ট্রাম্পের অন্তর্বর্তী টিমের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, ট্রাম্পের হবু প্রশাসনের নেতাদের হুমকির এই ঘটনা আমেরিকানদের স্বভাবসুলভ নয়। আইনপ্রয়োগকারী সংস্থাগুলো তাদের নিরাপত্তায় দ্রুত ব্যবস্থা নিয়েছে।

উল্লেখ্য, এর আগে নির্বাচনী প্রচারের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর হামলা হয়েছিল। হামলাকারীর ছোড়া গুলি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। সেই ঘটনায় নিহত হয়েছিলেন একজন। এছাড়া দুজন আহত হয়েছিলেন। 

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়