ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আজ বৃহস্পতিবার ইউক্রেনের জ্বালানিমন্ত্রী হারমান হালুশচেঙ্কো ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরা ও বিবিসির।
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী বলেছেন, “ইউক্রেনজুড়ে জ্বালানি অবকাঠামোতে হামলা চলছে।”
তিনি জানিয়েছেন, “হামলার ফলে জরুরি বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। হামলার পর ইউক্রেনে ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।”
ইউক্রেনীয় জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর বিদ্যুৎ অবকাঠামোগুলো ঠিক করতে প্রকৌশলীরা কাজ শুরু করে দিয়েছেন। হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হলো এখন তারা সেটি নিরূপণের চেষ্টা করছেন।
ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, নতুন এ হামলায় রাশিয়া ১৮৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। এরমধ্যে তারা ৭৬টি কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র, তিনটি কেএইচ-৫৯/কেএইচ-৬৯ ক্ষেপণাস্ত্র এবং ৩৫টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এছাড়া রাজধানী কিয়েভকে লক্ষ্য করে যেসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তার সবগুলোই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী।
বৃহস্পতিবার সকালে ইউক্রেনীয় বিমান বাহিনী ‘ক্ষেপণাস্ত্রের হামলার’ আশঙ্কায় দেশব্যাপী বিমান হামলার সতর্কতা জারি করেছিল। ইউক্রেন জানিয়েছে, শুধুমাত্র এ বছর তাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া ১১ বার হামলা চালিয়েছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো কোনো ঘোষণা দেয়নি।
স্থানীয় সময় আজ সকালে ইউক্রেনের ওডেসা, ক্রোপিভনিটস্কি, খারকিভ, রিভনে এবং লুটস্ক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ন্যাশনাল পাওয়ার গ্রিড অপারেটর ইউক্রেনারগোর মতে, কিয়েভ, ওডেসা, ডিনিপ্রো এবং ডোনেটস্ক অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। বর্তমানে সারা দেশে তাপমাত্রা প্রায় শূণ্য ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।
হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেছেন, “রাশিয়ারা তাদের সন্ত্রাসী কৌশল চালিয়ে যাচ্ছে।’”
ঢাকা/ফিরোজ