বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা ভারতের আরও এক হাসপাতালের
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
আইএলএস হাসপাতাল। ফাইল ফটো
বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার একটি হাসপাতাল। শনিবার (৩০ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার রোগী চিকিৎসার জন্য ভারতে ভ্রমণ করে থাকেন। বাংলাদেশি রোগীরা কলকাতার পাশাপাশি ত্রিপুরা ও দক্ষিণ ভারতের হাসপাতালগুলোতে চিকিৎসা করান। তবে, শেখ হাসিনার পতনের পর উভয় দেশের সম্পর্কে দেখা দিয়েছে শীতলতা। এমন অবস্থায় বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসাসেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে ত্রিপুরার আইএলএস হাসপাতাল।
হিন্দুস্তান টাইমস বলছে, বাংলাদেশিদের চিকিৎসাসেবা না দেওয়ার দাবিতে শনিবার স্থানীয়রা ওই হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। পরে আইএলএস হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার ঘোষণা দেয়।
আইএলএস হাসপাতালের চিফ অপারেটিং অফিসার বলেছেন, ‘‘বাংলাদেশিদের চিকিৎসা করানো বন্ধ করা নিয়ে স্থানীয়রা যে দাবি তুলেছেন তার সঙ্গে আমরা একমত।’’
এর আগে, ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার জেএন রায় হাসপাতাল বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসাসেবা না দেওয়ার ঘোষণা দিয়েছিল।
ঢাকা/রাজীব