ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩১

ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১০:০৫, ২ ডিসেম্বর ২০২৪
ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা

সংগৃহীত ছবি

ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। স্পিকারে আজান দেওয়া হলে সেখানে সরাসরি পুলিশকে বাধা দিতে বলেছেন তিনি। খবর টাইমস অব ইসরাইলের।

বেন গিভির জানিয়েছেন, ‘‘কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে পুলিশ সেখানে ঢুকতে পারবে। সেই সঙ্গে ওইসব মসজিদের স্পিকার জব্দ করতে পারবে।’’

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। ছবি: সংগৃহীত


এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা। যার মধ্যে আছেন লেবার পার্টির গিলাদ কারিভ। তিনি এক্সে লিখেছেন, ‘‘বেন গিভির ইসরাইলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। ব্যারেলগুলোতে আগুন না ধরানো পর্যন্ত তিনি থামবেন না।’’

ঢাকা/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়