ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

মেয়ের শ্বশুরকে মধ্যপ্রাচ্যের উপদেষ্টা হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:৩৯, ২ ডিসেম্বর ২০২৪
মেয়ের শ্বশুরকে মধ্যপ্রাচ্যের উপদেষ্টা হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প

মাসাদ বুলোস ও ডোনাল্ড ট্রাম্প

লেবানন-বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী মাসাদ বুলোসকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও আরববিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (১ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে বুলোসকে ‘সফল আইনজীবী এবং ব্যবসায়িক জগতে অত্যন্ত সম্মানিত নেতা’ হিসেবে প্রশংসা করেন ট্রাম্প। 

সোমবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া নিউজ। 

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়েছে, মাসাদ বুলোসের আরো একটি পরিচয় রয়েছে। তিনি ট্রাম্পের মেয়ে টিফানির শ্বশুর। ট্রাম্পের নির্বাচনী প্রচারশিবিরে সক্রিয় ছিলেন মাসাদ বুলোস। বিশেষ করে আরব-আমেরিকান মুসলিম ভোটারদের মন জয়ে তিনি ভূমিকা রেখেছেন।

পোস্টে ট্রাম্প লেখেন, “মাসাদ দক্ষ চুক্তি নির্মাতা এবং মধ্যপ্রাচ্যে শান্তির জন্য অটল সমর্থক। তিনি যুক্তরাষ্ট্র এবং এর স্বার্থের জন্য একজন শক্তিশালী প্রবক্তা হবেন এবং আমি তাকে আমাদের দলে পেয়ে আনন্দিত।”

আল জাজিরার খবর বলছে, মাসাদ বুলোস তার নিজস্ব মধ্যপ্রাচ্য বিষয়ক মতামত নিয়ে বেশিরভাগ সময় নীরব থেকেছেন। নিজের নীতিগত অবস্থানও স্পষ্ট করেননি তিনি।

মাসাদ বুলোস লেবাননের রাজনীতির সাথে ঘনিষ্ঠভাবেযুক্ত একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। কিশোর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে চলে আসেন, যেখানে তিনি হিউস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ও আইন ডিগ্রি অর্জন করেন। পরে নাইজেরিয়ায় পারিবারিক ব্যবসা ‘এসসিওএ নাইজেরিয়া’ কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ‘এসসিওএ নাইজেরিয়া’ পশ্চিম আফ্রিকা জুড়ে গাড়ি ও এর যন্ত্রাংশ সরবরাহে বিলিয়ন ডলারের একটি কোম্পানি।

গত শনিবার ফ্রান্সে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্প তার আরেক মেয়ে ইভানার শ্বশুর চার্লস কুশনারকে মনোনীত করার পর, মাসাদ হলেন ট্রাম্প পরিবারের দ্বিতীয় আত্মীয় যাকে দ্বিতীয় ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রস্তাব দেওয়া হলো।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়