ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

ইউক্রেনকে ৬৮০ মিলিয়ন ডলার সামরিক সহায়তার ঘোষণা জার্মানির

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:২৪, ২ ডিসেম্বর ২০২৪
ইউক্রেনকে ৬৮০ মিলিয়ন ডলার সামরিক সহায়তার ঘোষণা জার্মানির

পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার ইউক্রেন সফর করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। এই সফরে কিয়েভকে ৬৮৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রগতি আরও ত্বরান্বিত হয়েছে। এ অবস্থায় নিজের দেশকে রক্ষা করার জন্য সম্প্রতি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কাছ থেকে সুরক্ষা গ্যারান্টি চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপরই জার্মান চ্যান্সেলর অঘোষিতভাবে ইউক্রেন সফর করলেন।

সোমবার সফরের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে স্কোলজ বলেন, “এই মাসেই ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া হবে।” 

আরো পড়ুন:

আল জাজিরা খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রায় ৩০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে। দেশটি তার ভূখণ্ড রক্ষার জন্য নতুন প্রচেষ্টা শুরু করেছে। 

প্রায় তিন বছর আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর, কিয়েভে জার্মান চ্যান্সেলরের এটি দ্বিতীয় সফর। 

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এ যুদ্ধে আগামীতে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দেবে কিনা যুক্তরাষ্ট্র; তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আর এই অবস্থায় কিয়েভের পাশে এসে দাঁড়িয়েছে জার্মানি। এই যুদ্ধে জার্মানি যে আগামীতেও ইউক্রেনকে সমর্থন দেবে স্কোলজের এই সফর সেটিরই আশ্বাস।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে স্কোলজ বলেন, “আমি আজ কিয়েভ ভ্রমণ করছি: ট্রেনে করে এমন একটি দেশের মধ্য দিয়ে যেটি ১০০০ দিনেরও বেশি সময় ধরে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করছে।”

পোস্টে তিনি আরও বলেন, “আমি এখানে এটা পরিষ্কার করতে চাই যে, জার্মানি ইউরোপে ইউক্রেনের সবচেয়ে শক্তিশালী সমর্থক থাকবে। ইউক্রেন জার্মানির উপর নির্ভর করতে পারে- আমরা যা করি তা বলি। এবং আমরা যা বলি তাই করি।”

চলতি সপ্তাহে ব্রাসেলসে অনুষ্ঠিতব্য ন্যাটো জোটের বৈঠকে ইউক্রেনকে এই সামরিক জোটে যোগদানের জন্য আমন্ত্রণ জানাতে জার্মানি ন্যাটোর ওপর চাপ বাড়াবে বলে জানিয়েছে। 

এদিকে, জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, চীনের তৈরি ড্রোন ব্যবহার ও উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের মাধ্যমে পুতিন এশিয়াকে ইউক্রেনের যুদ্ধে টেনে আনছেন।

বেয়ারবক বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকের পর সংবাদিকদের বলেন, “চীনা কারখানার ড্রোন এবং উত্তর কোরিয়ার সৈন্যরা ইউরোপের কেন্দ্রে শান্তিতে আক্রমণ করে আমাদের মূল ইউরোপীয় নিরাপত্তা স্বার্থ লঙ্ঘন করছে।”

এদিকে, ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রবিবার রাতভর রাশিয়া ১১০টি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ড্রোন পশ্চিমাঞ্চলীয় শহর টারনোপিলের একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইউক্রেনের বিমানবাহিনী আরও জানিয়েছে, তারা ১১০টি ড্রোনের মধ্যে ৫২টিকে গুলি করে ভূপাতিত করেছে এবং ৫০টি ড্রোনের ক্ষতি করেছে। একটি ড্রোন ইউক্রেনের আকাশসীমায় রয়ে গেছে এবং ছয়টি ড্রোন বেলারুশ ও রাশিয়ার দিকে চলে গেছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়