ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

চুক্তি লঙ্ঘন করে লেবাননে ফের ইসরায়েলি হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৫০, ৩ ডিসেম্বর ২০২৪
চুক্তি লঙ্ঘন করে লেবাননে ফের ইসরায়েলি হামলা, নিহত ১১

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে লেবাননে আবারো হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (০২ ডিসেম্বর) এ হামলা চালানো হয়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দুজন নিহত হওয়ার ঘটনা ঘটে। এর প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে মর্টার হামলা চালায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েল তারপরে কয়েকটি বিমান হামলার চালিয়ে প্রতিক্রিয়া জানায়, এতে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন।

হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। হামলায় প্রাণহানি ও ক্ষয়-ক্ষতির জবাবে ‘প্রতিরক্ষামূলক সতর্কতা’ হিসেবে ইসরায়েলি একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছিল।

আরো পড়ুন:

তবে চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহই প্রথম ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হিজবুল্লাহর চালানো হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে আইডিএফ। 

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তিতে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে নিজেদের সশস্ত্র উপস্থিতি তুলে নিতে হিজবুল্লাহকে ৬০ দিন সময় দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে ইসরায়েলও লেবানন থেকে তাদের সেনা সদস্যদের প্রত্যাহার করবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছিল।

তবে, সোমবার পাল্টা-পাল্টি হামলার যে ঘটনা ঘটেছে, তাতে আবারও সংঘাতমত পরিস্থিতি তৈরি হয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়