ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বিশ্বের বৃহত্তম ব্যাংক জালিয়াতি: ভিয়েতনামের ব্যবসায়ীর মৃত্যুদণ্ড বহাল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:১১, ৩ ডিসেম্বর ২০২৪
বিশ্বের বৃহত্তম ব্যাংক জালিয়াতি: ভিয়েতনামের ব্যবসায়ীর মৃত্যুদণ্ড বহাল

ভিয়েতনামের আবাসন ব্যবসায়ী ট্রুং মাই ল্যানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে দেশটির উচ্চ আদালত। মঙ্গলবার এই রায় দিয়েছে আদালত।

বিশ্বের বৃহত্তম ব্যাংক জালিয়াতির পরিকল্পনার অভিযোগে ল্যানকে মৃত্যুদণ্ড দিয়েছিল নিম্ন আদালত।

অবশ্য ভিয়েতনামের আইন অনুযায়ী, ৬৮ বছর বয়সী ল্যান যদি জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থের ৭৫ শতাংশ ফেরত দেন তাহলে তার দণ্ড পরিবর্তিত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত হবে।

এপ্রিলে বিচারিক আদালত জানিয়েছিল, ট্রুং মাই ল্যান গোপনে দেশের পঞ্চম বৃহত্তম ঋণদাতা সাইগন কমার্শিয়াল ব্যাংক নিয়ন্ত্রণ করেছেন এবং শেল কোম্পানির ওয়েবের মাধ্যমে ১০ বছরেরও বেশি সময় ধরে ঋণ ও নগদ অর্থ নিয়েছেন। এই অর্থের পরিমাণ চার হাজার ৪০০ কোটি ডলার।

আদালতে কৌঁসুলিরা জানিয়েছেন, ঋণ হিসেবে নেওয়া দুই হাজার ৭০০ কোটি ডলার  অপব্যবহার করা হয়েছে এবং এক হাজার ২০০ কোটি ডলার আত্মসাৎ করা হয়েছে। ভিয়েতনামের ইতিহাসে এটি সবচেয়ে বড় আর্থিক অপরাধ।

মঙ্গলবার আদালত বলেছে, ট্রুং মাই ল্যানের মৃত্যুদণ্ড কমানোর কোনো ভিত্তি নেই। তবে তিনি যে এক হাজার ২০০ কোটি ডলার আত্মসাৎ করেছেন তার তিন চতুর্থাংশ, অর্থাৎ ৯০০ কোটি ডলার ফেরত দেন তাহলে তিনি মৃত্যুদণ্ড এড়াতে পারবেন।

আপিলে ল্যান ছাড়াও বাকি ৮৫ আসামীর সবাই দোষী সাব্যস্ত হয়েছেন। চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ট্রুং মাই ল্যানের স্বামী এবং ভাতিজিসহ অন্যদের সাজা ২০ বছর কমিয়ে তিন বছর করা হয়েছে।
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়