কঙ্গোতে অজ্ঞাতরোগে ১৪৩ জনের মৃত্যু
কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে অজ্ঞাত রোগে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কোয়াঙ্গো প্রদেশের ডেপুটি গভর্নর রেমি সাকি এবং প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী অ্যাপোলিনায়ার ইয়াম্বা জানিয়েছেন, সংক্রামিত ব্যক্তিদের উচ্চ জ্বর এবং গুরুতর মাথাব্যথা সহ ফ্লু-এর মতো উপসর্গ ছিল। রোগ শনাক্ত করার জন্য নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করতে পাঞ্জি স্বাস্থ্য অঞ্চলে একটি মেডিকেল দল পাঠানো হয়েছে।
সুশীল সমাজের নেতা সেফোরিয়েন মানজানজা রয়টার্সকে জানিয়েছেন, সংক্রামিত মানুষের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।
মানজানজা বলেন, ‘পাঞ্জি একটি গ্রামীণ স্বাস্থ্য অঞ্চল, তাই ওষুধ সরবরাহে সমস্যা রয়েছে।’
সাকি ও ইয়াম্বা বলেন, অসুস্থ মানুষ চিকিৎসার অভাবে নিজ ঘরেই মারা যাচ্ছে।
স্থানীয় একজন এপিডেমিওলজিস্ট জানান, নারী ও শিশুরা এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাকে গত সপ্তাহে এই রোগের উপস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছিল। আরো তদন্তের জন্য তারা কঙ্গোর জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে।
ঢাকা/শাহেদ