ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আসামে পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে গরুর মাংস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২২:৫৮, ৪ ডিসেম্বর ২০২৪
আসামে পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে গরুর মাংস

হিমন্ত বিশ্বশর্মা

ভারতের আসাম রাজ্যে পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে গরুর মাংস খাওয়া। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গরুর মাংস নিয়ে আসামে আগে যা আইন ছিল সেটা খানিকটা বদল করা হচ্ছে। নতুন বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে। তার ফলে হোটেল-রেস্তোরাঁসহ একাধিক জায়গায় গরুর মাংস খাওয়া একেবারে বন্ধ হবে।

বুধবার হিমন্ত জানান, গরুর মাংস ভক্ষণ নিয়ে বৈঠকে বসেছিল রাজ্যের মন্ত্রিসভা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, গরুর মাংস খাওয়া নিয়ে এখন যে আইন রয়েছে সেটি সংশোধন করা হবে। তিন বছর আগে আসামে গোহত্যা বন্ধ করতে আইন প্রণয়ন করা হয়েছিল। সেখানে সাফল্য মিলেছে। তার পরেই আইনে আরো কড়াকড়ি আনার কথা ভাবছে হিমন্তের প্রশাসন।

আসামে এতোদিন পর্যন্ত নিয়ম ছিল, রাজ্যের মন্দির সংলগ্ন পাঁচ কিলোমিটার এলাকাতে গরুর মাংস ভোজন নিষিদ্ধ। এবার সেই আইনেই আরো কড়াকড়ি আনতে চলেছে আসামের বিজেপি সরকার।

রাজ্য সরকারের নতুন আইনে হোটেল এবং রেস্তোরাঁতে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করা হবে। এছাড়া প্রকাশ্যে বা কোনো অনুষ্ঠানে গরুর মাংস খাওয়া যাবে না। কেবল মন্দির সংলগ্ন এলাকা নয়, গোটা রাজ্যজুড়েই এই নতুন আইন কার্যকর হবে। 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়