ভূমিকম্পে কাঁপল ইরান
শক্তিশালী একটি ভূমিকম্পে কেঁপেছে ইরানের পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশ। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৩২ মিনিটে খুজেস্তানের হাফটকেল জেলায় ভূমিকম্প আঘাত হানে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তেহরান ইউনিভার্সিটির সিসমোলজি সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর কেন্দ্রটি মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল।
এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের প্রভাবের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নির্ধারণ করা বাকি রয়েছে।
এর আগে চলতি বছরের জুনে ইরানের উত্তর-পূর্বাঞ্চলের কাশমার শহরে ভূমিকম্প হয়। এতে ৪ ব্যক্তি নিহত এবং অন্তত ১২০ জন আহত হয়।
ঢাকা/ফিরোজ