সিরিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর দখল বিদ্রোহীদের
সিরিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর দখল করেছে বিদ্রোহীরা। বৃহস্পতিবার শহর থেকে সরকারি বাহিনী সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
বিদ্রোহীদের নতুন জোট গত সপ্তাহে সিরিয়ার আলেপ্পো শহর দখল করেছিল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে তারা আসাদের বাহিনীকে দেশটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর থেকে হটাতে সক্ষম হলো। গত কয়েক বছর ধরেই সিরিয়ার গৃহযুদ্ধ পরিস্থিতি সুপ্ত অবস্থায় ছিল। নতুন করে বিদ্রোহীদের উত্থান সিরিয়ার আসাদ সরকার এবং তার মিত্র ইরান ও রাশিয়ার জন্য বড় একটি ধাক্কা।
সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘গত কয়েক ঘন্টা ধরে আমাদের সেনা ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের তীব্রতা বেড়েছে এবং আমাদের র্যাঙ্কে বেশ কয়েকজন শহীদ হয়েছে, এই গোষ্ঠীগুলো শহরের বেশ কয়েকটি অংশে প্রবেশ করতে এবং সেখানে দখল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।’
হামা কৌশলগতভাবে পশ্চিম-মধ্য সিরিয়ার একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত, যা রাজধানী দামেস্ক এবং আলেপ্পোর মধ্যে সরাসরি সরবরাহ লাইনে যুক্ত। ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিদ্রোহীরা শহরটি দখল করতে পারেনি।
আক্রমণের নেতৃত্বদানকারী প্রধান বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস)-এর নেতা আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, তার বাহিনী হামায় প্রবেশ করেছে ‘৪০ বছরের পুরনো ক্ষত পরিষ্কার করতে।’
ঢাকা/শাহেদ