ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠাবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২২:১৪, ৬ ডিসেম্বর ২০২৪
সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠাবে ইরান

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠানোর পরিকল্পনা করছে ইরান। বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করার জন্য সেখানে তার সামরিক উপদেষ্টাদের সংখ্যাও বাড়াবে। শুক্রবার এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেছেন, “সম্ভবত তেহরানকে সিরিয়ায় সামরিক সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন পাঠাতে হবে... তেহরান সিরিয়ায় তার সামরিক উপদেষ্টার সংখ্যা বাড়ানো এবং বাহিনী মোতায়েন করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এখন, তেহরান সিরিয়াকে গোয়েন্দা ও স্যাটেলাইট সহায়তা দিচ্ছে।”

ইরানের জন্য প্রেসিডেন্ট আসাদ গুরুত্বপূর্ণ মিত্র। তিনি মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মার্কিন প্রভাবের বিরুদ্ধে ইরানের ‘প্রতিরোধের অক্ষ’ এর অংশ।

গত সপ্তাহে আসাদবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়ার দুটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নিয়েছে। দেশটি গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রেসিডেন্ট আসাদের ওপর এটি বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মস্কোর পাশাপাশি তেহরান দীর্ঘদিন ধরে আসাদকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে। কিন্তু লেবাননের হিজবুল্লাহ গ্রুপ, এই অঞ্চলে ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র এবং আসাদকে সহায়তাকারী বাহিনীর একটি মাধ্যম। ইসরায়েলের সাথে গত দুই মাসের যুদ্ধে ব্যাপক ক্ষতির পরে হিজবুল্লাহ বড় ধাক্কা খেয়েছে।

ইরানের ওই কর্মকর্তা বলেছেন, ‘ইরান এবং সিরিয়া বিদ্রোহীদের বড় শহরগুলোর দিকে অগ্রসর হতে বাধা দিতে একত্রিত হয়েছে। সিরিয়া এখনো ইরানের কাছ থেকে স্থলবাহিনীর জন্য অনুরোধ জানায়নি। আপাতত, সিরিয়া ও রাশিয়ার বিমান হামলা জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।”

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়