ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

১০০ বছরের বৃদ্ধ আর ১০২ বছরের বৃদ্ধার বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ৭ ডিসেম্বর ২০২৪  
১০০ বছরের বৃদ্ধ আর ১০২ বছরের বৃদ্ধার বিয়ে

প্রেম নাকি বয়স মানে না। এর প্রমাণ দিলেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক বৃদ্ধ ও বৃদ্ধা। শতবর্ষী এই দুজন শেষ পর্যন্ত বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।

চলতি বছরের শুরুর দিকে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ১০০ বছর বয়সী বার্নি লিটম্যান এবং ১০২ বছর বয়সী মারজোরি ফিটারম্যান। ৩ ডিসেম্বর সবচেয়ে বেশি বয়সী দম্পতি হিসেবে তারা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন।

শতবর্ষী দম্পতির প্রেমের গল্পটি শুরু হয়েছিল ফিলাডেলফিয়ার একটি বৃদ্ধ আবাসন কেন্দ্রে। সেখানে তারা দুজন থাকতেন। নয় বছর আগে সেখানে অনুষ্ঠিত একটি কস্টিউম পার্টিতে দেখা হয়েছিল দুজনের। এরপরই দ্রুত তাদের মধ্যে রোমান্টিক সংযোগ তৈরি হয়েছিল। ১৯ মে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

বার্নি এবং মারজোটি উভয়েই ধনাঢ্য ও পরিপূর্ণ জীবনযাপন করেছেন। ছয় দশকের বেশি সময় সংসার ধর্ম পালনের পর বার্নি লিটম্যান তার স্ত্রীকে হারান এবং মারজোরি তার স্বামীকে হারিয়েছিলেন। মজার ব্যাপার হচ্ছে, তারা দুজনই পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ওই সময় তাদের পরস্পরের দেখা সাক্ষাৎ হয়নি। শিক্ষাজীবন শেষে বার্নি প্রকৌশলী হয়ে ওঠেন এবং মারজোরি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

শতবর্ষী এই দুজনের বিয়ের ঘোষণা দেওয়ার সময় লিটম্যানের নাতনি সারাহ সিকারম্যান বলেছিলেন, “বিশ্বে এত দুঃখ (এবং) ভয়ের সাথে, এমন কিছু শেয়ার করতে পেরে ভালো লাগছে যা মানুষকে আনন্দ দেয়।”

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়