ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গেছে সিরিয়ার বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৮:১৮, ৮ ডিসেম্বর ২০২৪
দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গেছে সিরিয়ার বিদ্রোহীরা

সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্কের উপকণ্ঠে পৌঁছেছে। শনিবার একজন বিদ্রোহী কমান্ডার এবং একটি পর্যবেক্ষক সংস্থার কর্মকর্তা এ দাবি করেছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। 

সিরিয়া যুদ্ধের পর্যবেক্ষক যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুর রহমান জানিয়েছেন, বিদ্রোহীরা দামেস্কের শহরতলির মাদামিয়া, জারামানা এবং দারায়ায় সক্রিয় রয়েছে।

তিনি আরো জানান, যোদ্ধারা পূর্ব সিরিয়া থেকে দামেস্ক শহরতলির হারাস্তার দিকেও অগ্রসর হচ্ছে।

বিদ্রোহীদের কমান্ডার হাসান আবদুল-গনি টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছেন, যোদ্ধারা দক্ষিণ সিরিয়া থেকে দামেস্কের দিকে যাচ্ছিল। তাদের বাহিনী আক্রমণের ‘চূড়ান্ত পর্যায়ে’ দামেস্ককে ঘিরে ফেলতে শুরু করেছে। 

গত সপ্তাহে আসাদবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়ার দুটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নেয়। শনিবার দক্ষিণের গুরুত্বপূর্ণ আরো একটি এলাকার দখল নেয় তারা। দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রেসিডেন্ট আসাদের ওপর এটি বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়