ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ১০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:৫১, ১০ ডিসেম্বর ২০২৪
সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি সেনা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, গত রোববার থেকে এখন পর্যন্ত ইসরায়েল সিরিয়ায় অন্তত ৩১০ বার বিমান হামলা চালিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বিমান হামলার পাশাপাশি গোলান মালভূমিতে সিরিয়ার নিয়ন্ত্রিত এলাকা দখল করেছে ইসরায়েল। এ ছাড়া ইসরায়েলি বাহিনী গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল করা অব্যাহত রেখেছে। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিরিয়ার নিরাপত্তা সূত্র জানিয়েছে, একটি ইসরায়েলি বাহিনীর সামরিক অনুপ্রবেশ রাজধানী দামেস্কের প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে পৌঁছেছে। 

আরো পড়ুন:

সিরিয়ান নিরাপত্তা সূত্রটি বলছে, ইসরায়েলি সেনারা সিরিয়ায় দক্ষিণাঞ্চলীয় শহর কাতানায় পৌঁছেছে।

এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আইডিএফ এর আগে এক বিবৃতিতে বলেছে, তারা সিরিয়ার সংঘাতে নিজেকে জড়াবে না। বাফার জোন দখল করাকে নিজেদের প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলে জানিয়েছে আইডিএফ। 

সিরিয়ায় ইসরায়েলের এমন অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে মিশর, কাতার এবং সৌদি আরব। সৌদির পক্ষ থেকে বলা হচ্ছে, ইসরায়েলের এমন কার্যকলাপ সিরিয়ার নিরাপত্তা স্থাপনের সুযোগকে ধ্বংস করছে। 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়