সিরিয়ার নৌবাহিনীকে ধ্বংস করেছে ইসরায়েল
সিরিয়ার নৌবাহিনীকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বিষয়টি স্বীকার করেছেন।
মঙ্গলবার হাইফাতে একটি নৌ ঘাঁটি পরিদর্শনের সময় তিনি জানান, ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি দূর করার জন্য একটি বিস্তৃত অভিযানের অংশ হিসাবে সোমবার রাতের অভিযানে ইসরায়েলি বাহিনী সিরিয়ার সামরিক বহর ধ্বংস করেছে।
কাটজ বলেছেন, “আইডিএফ (ইসরায়েলের সামরিক বাহিনী) সাম্প্রতিক দিনগুলোতে সিরিয়ায় স্ট্র্যাটেজিক সক্ষমতা ধ্বংস করতে এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি ধ্বংসের জন্য কাজ করছে। নৌবাহিনী গত রাতে সিরিয়ান নৌবহরকে দারুণ সাফল্যের সাথে ধ্বংস করেছে।”
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী সিরিয়া ও ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির মধ্যে বাফার জোনে নিজেদের প্রতিষ্ঠা করছে। তিনি দক্ষিণ সিরিয়ায় একটি ‘কার্যকর প্রতিরক্ষামূলক অঞ্চল’ তৈরি করার নির্দেশ দিয়েছেন।
রোববার বিদ্রোহীদের হামলার মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ইসরায়েল দেশটির এই রাজনৈতিক শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ওই দিন থেকেই ইসরায়েল সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালাতে শুরু করে।
ঢাকা/শাহেদ