আসাদকে ‘খুব সুরক্ষিত’ উপায়ে সরিয়ে আনা হয়েছে: রাশিয়া
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ‘খুব সুরক্ষিত’ উপায়ে দামেস্ক থেকে ‘সরিয়ে আনা হয়েছে’ বলে জানিয়েছে রাশিয়া। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।
অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, রাশিয়া আসাদের অবস্থান সম্পর্কে এই প্রথম জনসাধারণকে জানাল।এর আগে মস্কো আসাদকে দেশে আশ্রয় দেওয়া নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছিল।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “বিদ্রোহীদের ত্বরিত অগ্রযাত্রার মুখে বাশার আল–আসাদকে খুবই সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে ‘সরিয়ে আনা হয়েছে।”
রাশিয়ায় আসাদের রাজনৈতিক আশ্রয় নিয়ে রিয়াবকভ বলেন, “তিনি ‘সুরক্ষিত’ আছেন।”
রিয়াবকভ জানান, আসাদকে আশ্রয় দিয়ে রাশিয়া ফের বুঝিয়েছে যে আমরা প্রয়োজন অনুযায়ী পরিস্থিতি বুঝে কাজ করি।
তবে কোন উপায়ে আসাদকে রাশিয়ায় আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য রিয়াবকভ সাক্ষাৎকারে জানাতে রাজি হননি।
আসাদকে বিচারের জন্য ফেরত দেওয়া হবে কী না জানতে চাইলে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক অপরাধ আদালত যে কনভেশন প্রতিষ্ঠা করেছে, রাশিয়া তার অংশীজন নয়।”
সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধের অবসানের পাশাপাশি আসাদ পরিবারের ৫০ বছরেরও বেশি সময়ের শাসনেরও অবসান হয় গত রবিবার। সিরিয়ায় বিদ্রোহীদের দমনে আসাদ সরকারের দীর্ঘদিনের মিত্র রাশিয়া।
গত মাসের শেষের দিকে বিদ্রোহী যোদ্ধারা সরকারের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করলে, গত রবিবার দেশ ছেড়ে পালিয়ে যান আসাদ।
ঢাকা/ফিরোজ