নাবিকসহ বাংলাদেশি ট্রলার দুটি এখন প্যারা দ্বীপ উপকূলে
কলকাতা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্যারা দ্বীপ উপকূলে আটক দুই জাহাজ।
৭৮ জন নাবিকসহ আটক করা বাংলাদেশি দুটি জাহাজের অবস্থান ও পরিস্থিতি নিশ্চিত করেছে ভারতীয় কোস্টগার্ড। বর্তমানে জাহাজ দুটি দেশটির উড়িষ্যা রাজ্যের জগৎসিংহপুর জেলার প্যারা দ্বীপ উপকূলে রয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ভারতীয় কোস্টগার্ড তাদের অফিশিয়াল ফেসবুক পেজে জানায়, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাংলাদেশের জাহাজ দুটি ভারতের জলসীমায় গিয়ে মাছ ধরছিল। এ কারণে বিশেষ অভিযানে জাহাজ দুটিকে আটক করা হয়েছে।
গত সোমবার বাংলাদেশের সমুদ্রসীমার শেষ প্রান্তে মাছ আহরণের সময় ৭৮ নাবিকসহ বাংলাদেশের দুটি ট্রলার জব্দ করে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক দুটি ট্রলার হল এফভি লায়লা-২ ও এফবি মেঘনা-৫। এফভি লায়লা-২ ট্রলারটি এস আর ফিশিং নামের প্রতিষ্ঠানের। অপরদিকে, এফভি মেঘনা-৫ নামের ট্রলারটি সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন।
পড়ুন: আটক বাংলাদেশি নাবিকদের ছবি প্রকাশ করল ভারতীয় কোস্টগার্ড
ভারতীয় কোস্টগার্ড ফেসবুক পোস্টে যেসব ছবি পোস্ট করেছে, তার একটিতে দেখা যায়, আটক ট্রলারের নাবিকেরা নৌযানের ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন। নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভারতীয় কোস্টগার্ডের সদস্যদের। আরেকটি ছবিতে দেখা যায়, সাগরে চলছে বাংলাদেশের দুটি ট্রলার। তৃতীয় ছবিতে ছিল জেটিতে ট্রলার দুটি নিয়ে আসার দৃশ্য।
এদিকে, এ ঘটনার মাত্র কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, ‘‘পশ্চিমবঙ্গের ৭৯ জন মৎস্যজীবীকে আটক করে রেখেছে বাংলাদেশ। তাদের আইনি সাহায্য দেওয়া হয়েছে। এখনো তাদের মুক্তি দেয়নি ঢাকা।’’
এই বক্তব্যের সপ্তাহ না পেরোতেই ভারতীয় কোস্টগার্ড ৭৮ জন বাংলাদেশিসহ দুটি ট্রলার আটক করল।
ঢাকা/সুচরিতা/এনএইচ