পাঁচ মাস পর ভারতে ফিরল ‘মিতালী এক্সপ্রেস’
কলকাতা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মিতালী এক্সপ্রেস।
ভারত-বাংলাদেশের পররাষ্ট্র সচিবের বৈঠকের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ‘উন্নতির’ আভাস মিলেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে ভারতে ফিরে যায় ‘মিতালী এক্সপ্রেস’।
গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন ও ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে যাত্রী নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী সব ট্রেন। তার মধ্যে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেসের মত গুরুত্বপূর্ণ যাত্রী ও পণ্য পরিবহন ট্রেন রয়েছে।
দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে আবার ভারতে এসেছে ‘মিতালী এক্সপ্রেস’। বুধবার কোনো (১১ ডিসেম্বর) যাত্রী ছাড়া ইঞ্জিন ও জীর্ণ ধুলোমাখা খালি বগি নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের গেট অতিক্রম করে ট্রেনটি।
বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য এতদিন ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের শান্টিং ইয়ারের কাছেই খোলা আকাশের নিচে পড়েছিল। ৫ আগস্ট যাত্রী নিয়ে ভারত থেকে যাওয়ার পর ভারতীয় রেলের তরফে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা আসায় বাংলাদেশেই আটকে পড়ে ভারতের শিলিগুড়ি ও ঢাকার মধ্যে চলাচলকারী এই ট্রেনটি।
এদিন বাংলাদেশ রেলওয়ের তরফে ইঞ্জিন এসে মিতালি এক্সপ্রেসের খালি বগিগুলো হলদিবাড়ি স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। সেখান থেকে ভারতীয় ইঞ্জিন ট্রেনটি হলদিবাড়ি স্টেশনের মেইনটেনন্স শেডে ট্রেনটি নিয়ে যায়। তবে, কবে থেকে ঢাকা-কলকাতার মধ্যে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে তা এখনো অনিশ্চিত।
ঢাকা/সুচরিতা/এনএইচ