ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের সরকারি নীতিতে আমূল পরিবর্তন আনবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ১১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২১:০১, ১১ ডিসেম্বর ২০২৪
প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের সরকারি নীতিতে আমূল পরিবর্তন আনবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি তার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ২৫টিরও বেশি নির্বাহী আদেশ এবং নির্দেশ জারির পরিকল্পনা করছেন। ওই দিনই তিনি অভিবাসন থেকে জ্বালানি পর্যন্ত ইস্যুতে মার্কিন সরকারের নীতিকে নাটকীয়ভাবে পরিবর্তন করবেন।

বিষয়টির সাথে পরিচিত দুটি সূত্রের বরাত দিয়ে বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সূ্ত্র জানিয়েছে, ট্রাম্প তার দলকে বলেছেন যে তিনি প্রথম দিনের আদেশের একটি ‘বড় প্রদর্শনী’ করতে চান। তার কার্যনির্বাহী ক্ষমতাকে প্রথম মেয়াদের তুলনায় আরো বেশি মাত্রায় ও গতিতে প্রয়োগ করতে চান। 


ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট নির্বাহী আদেশের পরিকল্পনা সম্পর্কে বলেছেন, “প্রচারণার পথে আমেরিকান জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করার জন্য প্রথম দিনেই প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী ক্ষমতা ব্যবহারের উপর নির্ভর করতে পারেন।”

কংগ্রেসের মাধ্যমে আইন প্রণয়নের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়েই মার্কিন প্রেসিডেন্টরা প্রায়ই প্রচারাভিযানের প্রতিশ্রুতি পূরণ করার জন্য এবং দ্রুত তাদের নীতির উদ্দেশ্যগুলো প্রতিষ্ঠা করার জন্য নির্বাহী আদেশ জারি করেন। আদেশগুলো আদালতের চ্যালেঞ্জের সাপেক্ষ হতে পারে। সাধারণত আদেশগুলো সম্পাদন করার জন্য অর্থের প্রয়োজন হলে সেগুলো কংগ্রেসের অনুমোদিত হতে হবে।

ট্রাম্পের প্রচার দলের পরিকল্পনার সাথে পরিচিত একটি সূত্র জানিয়েছে, অভ্যন্তরীণভাবে স্বীকৃতি ছিল যে প্রতিটি পদক্ষেপের জন্য প্রভাবিত সরকারি সংস্থাগুলোর মধ্যে ব্যাপক সমন্বয় প্রয়োজন, সম্ভাব্যভাবে জিনিসগুলোকে ধীর করতে হবে এবং প্রথম দিনের আদেশগুলোর সামগ্রিক সংখ্যা হ্রাস করতে হবে। পরবর্তী দিন এবং সপ্তাহগুলোতে আরো আদেশ এবং নির্দেশ জারি করা হবে।

এই প্রচেষ্টাটি স্টিফেন মিলার সমন্বয় করছেন। তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু করার সময় একজন শীর্ষস্থানীয় হোয়াইট হাউসের উপদেষ্টা হবেন বলে চারটি সূত্র জানিয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়