ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

তালেবান মন্ত্রীকে হত্যার দায় স্বীকার আইএসের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ১২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১০:৪৩, ১২ ডিসেম্বর ২০২৪
তালেবান মন্ত্রীকে হত্যার দায় স্বীকার আইএসের

খলিল হাক্কানি

আফগানিস্তানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে তালেবান সরকারের উদ্বাস্তুবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল হাক্কানিকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)। স্থানীয় সময় বুধবার কাবুলে ওই হামলার ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে এবারই প্রথম এমন শীর্ষ পর্যায়ের কোনো নেতা নিহত হলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, হাক্কানি তার কার্যালয় থেকে বের হওয়ার সময় বিস্ফোরণে নিহত হন। এ সময় আরও ছয়জন নিহত হন।

আরো পড়ুন:

খলিল হাক্কানি তালেবানের একটি শক্তিশালী গোষ্ঠীর একজন শীর্ষ সদস্য ছিলেন। যাকে বলা হয় হাক্কানি নেটওয়ার্ক। যুক্তরাষ্ট্র তাকে বিশ্বব্যাপী সন্ত্রাসী হিসেবে পরিচিত করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে, আফগানিস্তানে বিদেশি সেনাদের সঙ্গে তালেবানের ২০ বছর ধরে চলা যুদ্ধে বড় বড় হামলাগুলোর জন্য দায়ী ছিল হাক্কানি নেটওয়ার্ক।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) খলিল হাক্কানিকে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে। আইএসের বার্তা সংস্থা আমাকের একটি প্রতিবেদনে বলা হয়, একজন আইএস ‘জঙ্গি’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে মন্ত্রীর কার্যালয়ের বাইরে অপেক্ষা করছিলেন এবং বাইরে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটান।

এছাড়া, তালেবানের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, হাক্কানি আইএসের হাতে নিহত হয়েছেন।

মন্ত্রী হাক্কানির ভাতিজা এবং জালালউদ্দিনের ছেলে সিরাজুদ্দিন হাক্কানি তালেবান সরকারের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী।

২০২১ তালেবান ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানে সন্ত্রাসী হামলা বেশ কমে এসেছে। তবে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের স্থানীয় শাখা এখনো আফগানিস্তানে সক্রিয়। তারাই দেশটিতে তালেবানদের ওপর বোমা হামলার জন্য দায়ী।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়