ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

বাংলাদেশ ইস্যুতে মোদির বিবৃতি দাবি তৃণমূলের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ১২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২২:৩৩, ১২ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ ইস্যুতে মোদির বিবৃতি দাবি তৃণমূলের

বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতীয় পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল। বৃহস্পতিবার রাজ্যসভার তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়েন এ দাবি করেছেন। খবর সংবাদ প্রতিদিন।

বৃহস্পতিবার বাংলাদেশ ইস্যুতে রাজ্যসভায় তুমুল হই-হট্টগোল হয়। তার পর মুলতুবি হয়ে যায় অধিবেশন।

রাজ্যসভার বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব বলেন, “বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ওখানে হিন্দুদের নিরাপত্তা একেবারে নেই। এই অবস্থায় আমরা দাবি করেছি, প্রধানমন্ত্রী মোদি লোকসভা ও রাজ্যসভায় বিবৃতি দিন। আমাদের দলনেতা ডেরেক ও ব্রায়েন ইতিমধ্যে রাজ্যসভায় এই দাবি তুলেছেন। ভোটের সময় তারা হিন্দু হিন্দু করেন আর বাংলাদেশে হিন্দু নির্যাতনের বেলায় চুপ কেন?”

এর আগেও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করে লোকসভায় সরব হয়েছিলেন তৃণমূলের সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়। 

১৪ ডিসেম্বর রাজ্যসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে তিনি আদৌ নিজের বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করবেন কি না, তা নিয়ে সরকারের পক্ষে কিছু জানানো হয়নি।
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়