তামিলনাড়ুর হাসপাতালে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু
ভারতের তামিলনাড়ুর একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু। বৃহস্পতিবার রাতে দিন্দিগুল জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
কর্মকর্তারা জানিয়েছেন, সিটি হাসপাতালটি মূলত একটি অর্থোপেডিক হাসপাতাল। স্থানীয় সময় রাত ৯টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। নিচতলার অভ্যর্থনা কক্ষ থেকে আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। হাসপাতালে আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন পুলিশ এবং দমকলের সদস্যরা। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়েছিল সেখানে। তবে ঘটনাস্থলে ছয় জনের মৃত্যু হয়। ২৯ জন রোগীকে নিরাপদে সরিয়ে দিন্দিগুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, উদ্ধারকাজ চলাকালে হাসপাতালের লিফটে ছয় জনকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। পরে তাদের সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়। ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই অগ্নিকাণ্ড শর্টসার্কিটের কারণে হয়ে থাকতে পারে।
ঢাকা/শাহেদ