ঢাকা     সোমবার   ২৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৫ ১৪৩২

ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ১৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:২৯, ১৩ ডিসেম্বর ২০২৪
ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি

ভারতের কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় (আরবিআই)’ বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার সরকারি ইমেইলে পাঠানো বার্তায় এই হুমকি দেওয়া হয় বলে শুক্রবার জানিয়েছে ইকোনোমিক টাইমস।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইমেইল বার্তা পাঠিয়ে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। বার্তাটি রুশ ভাষায় লেখা।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার সরকারি ইমেইলে হুমকিটি দেওয়া হয়েছে।

হুমকির ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কর্তৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত-পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে মুম্বাই পুলিশ। স্থানীয় মাতা রমাবাই মার্গ (এমআরএ মার্গ) থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। 

ঢাকা/শাহেদ


সর্বশেষ