কানাডায় ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলল দিল্লি
কানাডায় সম্প্রতি তিন ভারতীয় শিক্ষার্থীর নিহত হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য কানাডা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি। একইসঙ্গে কানাডায় বসবাসরত ভারতীয় নাগরিকদের ‘সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দিল্লি।
শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় তিন ভারতীয় শিক্ষার্থী খুন হওয়ার ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ট্র্যাজেডি’ আখ্যা দিয়ে সন্তপ্ত পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, “এই মর্মান্তিক ঘটনায় কানাডায় বসবাসকারী ভারতীয়রা নড়ে গিয়েছেন। আমাদের হাই কমিশন যতটা পারছে সহায়তা করছে।”
জয়সওয়ালের ভাষ্য, “কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের জন্য নির্দেশিকা জারি করেছি, যাতে তারা অত্যন্ত সতর্কতা অবলম্বন করেন। কানাডার নিরাপত্তা ব্যবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, অপরাধের ঘটনা বাড়ছে। চোখ-কান খোলা রাখুন।”
এর পাশাপাশি, ভিসা নিয়ে ফের উত্তপ্ত ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক।
হিন্দুস্তান টাইমস বলছে, কানাডার সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশ করে দাবি করা হয়েছে, ভারত কানাডিয়ান নাগরিক এবং খলিস্তানপন্থিদের ভিসা দিচ্ছে না। তবে দিল্লি বলছে, ভারতের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হচ্ছে এই ধরনের মন্তব্যের মাধ্যমে।
এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “কানাডার মিডিয়া কীভাবে ভারতের বদনাম করতে ভুয়ো খবর ছড়ায়, তার আরও এক নিদর্শন এটা। ভারতীয় ভিসা ইস্যু করা আমাদের সার্বভৌম অধিকার। কাউকে যদি ভিসা না দেওয়া হয়, তার পরিপ্রেক্ষিতে আমাদের নির্দিষ্ট কারণ ও যুক্তি থাকবে। কেউ আমাদের দেশের সার্বভৌমত্ব স্বীকার না করলে তার ভিসার আবেদন নাকচ করতেই পারি আমরা।”
ঢাকা/ফিরোজ