ঢাকা     রোববার   ১৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩১

অভিবাসীদের ফেরত না নিলে সম্পর্ক ছিন্নের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ১৪ ডিসেম্বর ২০২৪  
অভিবাসীদের ফেরত না নিলে সম্পর্ক ছিন্নের হুমকি ট্রাম্পের

অভিবাসীদের ফেরত নিতে যেসব দেশ অস্বীকার করবে তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “আমি তাদের প্রত্যেকটি দেশে ফেরত পাঠাব নতুবা আমরা সেসব দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেব।”

যুক্তরাষ্ট্রের গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ অভিবাসীদের তাড়ানোর বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।

অভিবাসীদের প্রত্যাবাসনের বিষয়ে ট্রাম্প বলেছেন, “আমি যুক্তরাষ্ট্র থেকে তাদের বের করে দিতে চাই এবং দেশগুলোকে তাদের ফিরিয়ে নিতে হবে। আর তারা যদি অভিবাসীদের ফিরিয়ে না নেয়, তাহলে আমরা সেসব দেশের সঙ্গে ব্যবসা করব না। আমরা সেই দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্ক আরোপ করবো।”

অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে তাড়াতে সবকিছু করবেন উল্লেখ করে তিনি বলেন, “অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার জন্য যা কিছু করতে হোক না কেন, তা-ই করব। আমি কোনো পরোয়া করি না। যাই ঘটুক আমি তাদের বের করবই। আবারও আমি এটা একেবারে আইনের মধ্যেই করবো, যদি নতুন শিবির খোলার প্রয়োজনও হয়। তবে আমি আশা করছি, আমাদের এর খুব বেশি প্রয়োজন হবে না। কারণ আমি তাদের ফেরত পাঠাতে চাই। আমি চাই না, তারা আগামী ২০ বছর শিবিরে বসে থাকুক।”

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়