ঢাকা     রোববার   ১৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩১

হাইকিং করতে গিয়ে দুর্ঘটনায় ফ্যাশন ব্র্যান্ড ম্যাঙ্গো’র প্রতিষ্ঠাতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ১৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:৩৬, ১৫ ডিসেম্বর ২০২৪
হাইকিং করতে গিয়ে দুর্ঘটনায় ফ্যাশন ব্র্যান্ড ম্যাঙ্গো’র প্রতিষ্ঠাতার মৃত্যু

জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ম্যাঙ্গো’র প্রতিষ্ঠাতা এবং ধনকুবের ইসাক আন্দিক গুহায় হাইকিং (পর্বত ভ্রমণ) করতে গিয়ে শনিবার (১৪ ডিসেম্বর) মারা গেছেন। স্পেনের বার্সেলোনার কাছে মোন্টসারাত পর্বতমালায় গুহায় অন্বেষণ (অনুসন্ধান) করার সময় তিনি একটি গভীর গর্তে পড়ে যান।

রবিবার (১৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৭১ বছর বয়সি আন্দিক গুহাসমৃদ্ধ পর্বতে পরিভ্রমণের সময় ১৫০ মিটার গভীর খাদে পড়ে যান। তার সঙ্গে ছিলেন তার ছেলে ও পরিবারের অন্য সদস্যরা। ঘটনাস্থলে বড় পরিসরের উদ্ধার অভিযান চালানো হয়।

তুর্কি বংশোদ্ভূত আন্দিক ১৯৮৪ সালে তার ভাই নাহমানের সঙ্গে মিলে বার্সেলোনায় ম্যাঙ্গো প্রতিষ্ঠা করেন। বর্তমানে ম্যাঙ্গো বিশ্বের ১২০টি দেশে প্রায় ৩,০০০ আউটলেট পরিচালনা করে। ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুসারে, আন্দিকের মোট সম্পত্তির মূল্য ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।

ম্যাঙ্গো’র সিইও টনি রুইজ এক বিবৃতিতে বলেন, “আইসাক আন্দিকের চলে যাওয়া আমাদের জন্য একটি বিশাল শূন্যতা তৈরি করেছে। তবে আমরা সবাই কোনো না কোনোভাবে তার কাজে উত্তরসূরি এবং সাফল্যের সাক্ষী। ম্যাঙ্গোকে তার স্বপ্নের প্রকল্প তোলাই তার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা জানানো হবে।” 

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আন্দিকের কাজ এবং ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। তিনি বলেন, “আপনার বিশাল কাজের জন্য আপনাকে আমার সব ভালোবাসা এবং শ্রদ্ধা, যা ম্যাঙ্গোকে বিশ্বের অন্যতম শীর্ষ ফ্যাশন ব্র্যান্ডে পরিণত করেছে।”

এছাড়াও, আন্দিকের জীবন ও কাজকে স্মরণ করে, স্পেনের কাতালোনিয়ার প্রেসিডেন্ট সালভাদোর ইলা রোকা বলেন, তিনি ছিলেন একজন নিবেদিত ব্যবসায়ী, যিনি কাতালোনিয়াকে বিশ্বব্যাপী পরিচিত করার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।

আন্দিক ১৯৬০-এর দশকে তার পরিবারের সঙ্গে কাতালোনিয়ায় বসবাস শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ম্যাঙ্গো’র নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ সালে ম্যাঙ্গো ৩ দশমিক ১ বিলিয়ন ইউরো আয় করেছে।

ম্যাঙ্গোকে স্পেনের আরেকটি ফ্যাশন ব্র্যান্ড জারা’র প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। 

ঢাকা/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়