ঢাকা     সোমবার   ১৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১ ১৪৩১

সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ছিঁড়ে বিলিয়ে দেওয়া হলো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ১৫ ডিসেম্বর ২০২৪  
সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ছিঁড়ে বিলিয়ে দেওয়া হলো

ভারতের বিহার রাজ্যে বিপিএসসি পরীক্ষা ঘিরে তুমুল বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। শুক্রবার পরীক্ষার দিন প্রশ্নপত্র ছিনিয়ে নিয়ে বিলিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল পরীক্ষার্থীর বিরুদ্ধে। রবিবার সংবাদ প্রতিদিন এ তথ্য জানিয়েছে।

সিসিটিভির ফুটেজ দেখা গেছে, পরীক্ষা শুরু হতে ৪০-৪৫ মিনিট দেরি হওয়ার কারণে কিছু পরীক্ষার্থী পরীক্ষকদের কাছে গিয়ে কারণ জানতে চাইছেন। পুলিশের অভিযোগ, ওই সময়ই সেখানে ঢুকে পড়ে পরীক্ষার্থীদের একটি দল প্রশ্নপত্র ছিঁড়ে ফেলে। বাকিরা অন্য প্রশ্নপত্র নিয়ে বিলিয়ে দেন।

পরীক্ষকরা পুলিশকে জানিয়েছেন, সিল করা বাক্সে ছিল প্রশ্নপত্র। সেই প্রশ্নপত্র এবং ওএমআর শিট সেখান থেকে বের করে বিভিন্ন ঘরে পৌঁছে দেওয়া হচ্ছিল। কিন্তু বিতরণের সময় ৪০-৪৫ মিনিট দেরি হয়ে যাওয়ায় সুপারিটেন্ডেন্ট ও পরীক্ষকদের কাছে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানতে চান, তাদের অতিরিক্ত সময় দেওয়া হবে কিনা। শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়।

এরপরই সেখানে পৌঁছয় পরীক্ষার্থীদের অন্য একটি দল। দলটি অন্য ঘর থেকে পরীক্ষকদের ঘরে ঢুকে জানতে চায়, কেন তাদের ঘরে প্রশ্নপত্রের বাক্সের সিল এখনো ভাঙা হয়নি। এরপরই তারা অ্যাটেন্ডেন্স শিট ছিঁড়ে ফেলে। প্রশ্নপত্র ছিঁড়ে ফেলতে থাকে। অনেকে প্রশ্নপত্র লুট করে বাইরে নিয়ে এসে বিলিয়ে দিতে থাকে। এমনও রটে যায় পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তবে সবক্ষেত্রে তা হয়নি। 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়